H.S Education Final Exam Question - Answer Semester - III - 2026 Question Set - Yellow

 H.S Education 

Final Exam Question - Answer

Semester - III - 2026 

Question Set - Yellow 



1. স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল

Ans - রাধাকৃষ্ণান কমিশন 

2. কোন্ কমিশন 'বহুমুখী বিদ্যালয়' (Multipurpose) প্রতিষ্ঠা সুপারিশ করেছিল

Ans - মুদালিয়র কমিশন

3. 'ত্রি ভাষা' সূত্রের কথা প্রথম কোন্ কমিশন উল্লেখ করেছিল 

Ans - কোঠারি কমিশন

4. শিক্ষা কমিশন (1964 - 66) প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি হলো 

Ans - 10+2+3

5. 'অপারেশন ব্ল্যাকবোর্ড' কার সাথে সংযুক্ত?

Ans - প্রাথমিক শিক্ষা 

6. ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুসারে শিক্ষার সংশোধিত কাঠামোটি হলো

Ans - 5+3+3+3

7. 'DIET' প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল

Ans - 1986 সালে জাতীয় শিক্ষা নীতিতে

8. সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরের ব্যক্তিদের মধ্যে সম বন্টনের নীতিকে বলা হয়

Ans - উল্লম্ব সাম্যাবস্থা 

9. নীচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও 

Ans . C

(i) 21A নম্বর ধারা- শিক্ষার অধিকার আইন 

(ii) 338 নম্বর ধারা -তপশিলি জাতি ও তপশিলি 

 উপজাতির জন্য জাতীয় কমিশন প্রতিষ্ঠা 

(iii) 29(2) নম্বর ধারা- সরকারি সাহায্য প্রাপ্ত কোন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশাধিকারী কোন নাগরিককে বঞ্চিত করা যাবে না 

(iv) 15(4) নম্বর ধারা- পশ্চাৎপদ শ্রেণীর নাগরিকদের সামাজিক উন্নয়নে রাজ্য সরকার গুলি বিশেষ ব্যবস্থা নেবে

10. EWS শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি শর্ত হলো 

Ans - পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ টাকা 

11. 'মাতৃভাষাই মাতৃদুগ্ধ' একথা বলেছেন

Ans - রবীন্দ্রনাথ ঠাকুর 

12. 'নঈ তালিম' শিক্ষা প্রবর্তন করেন

Ans - মহাত্মা গান্ধী

13. নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়, Ans - ভারত পথিক 

14. শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন 

Ans - রুশো 

15. "Education is the manifestation of perfection already man" এ কথা বলেছেন 

Ans - বিবেকানন্দ 

16. 'ল্যাবরেটরি স্কুল' প্রতিষ্ঠা করেন 

Ans- জন ডিউই 

17. "School is a miniature of society" এ কথা বলেছেন 

Ans- জন ডিউই

18 . 'নেতিবাচক শিক্ষা' র কথা বলেছিলেন 

Ans - রুশো 

19. নীচের স্তম্ভ দুটি মিলে সঠিক বিকল্পটি বেছে নাও 

Ans . B

i)এমিল- রুশো 

ii) ওয়ার্ধা পরিকল্পনা - গান্ধীজি 

iii) শ্রী নিকেতন - রবীন্দ্রনাথ ঠাকুর 

iv) গণতন্ত্র ও শিক্ষা - জন ডিউই

20. বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 

Ans -1921 সালে 

21. CWSN এর পূর্ণরূপ হল

Ans- Children with Special Needs

22. লেখার ক্ষেত্রে স্টাইলাসের (Stylus) সাহায্য নেয় 

Ans - দৃষ্টিহীন শিশুরা

23. সম্পূর্ণ বধির শিশুরা 70 ডেসিবেলের বেশি শব্দ শুনতে পারেনা 

24. 'শিখন অক্ষমতা' শব্দটির জনক হলেন 

Ans - স্যামুয়েল কার্ক

25. ভারতে প্রথম মূক ও বধির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কোথায় চালু হয় 

Ans - বোম্বাইতে 

26. স্তম্ভ দুটি মিলে সঠিক বিকল্পটি বেছে নাও। 

Ans

i) ভাষা ও প্রক্রিয়াকরণ সমস্যা- ডিসলেক্সিয়া 

ii) গণিত সম্পর্কিত সমস্যা- ডিসক্যালকুলিয়া 

iii) লেখার সমস্যা - ডিসগ্রাফিয়া 

iv) সূক্ষ্ম সঞ্চালন মূলক সমস্যা - ডিসপ্রাক্সিয়া 

27. 'অক্টেভ ব্যান্ড' যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় 

Ans - বধিরতা

28. নিম্নলিখিত কোন বিষয়টি দৃষ্টিহীনদের শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয় নয় 

Ans- ছোটো অক্ষরের বই 

29. নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূলনীতির মধ্যে পড়ে না 

Ans - বৈচিত্র একটি সম্পদ 

30. নীচের কোনটি অটিজমের বৈশিষ্ট্য নয় 

Ans- পুনরাবৃত্তিমূলক আচরণ

31. UEE এর পূর্ণরূপ কি 

Ans- Universalization of Elementary Education 

32. ডেলরস্ কমিশন গঠন করেছিল 

Ans - UNESCO 

33. নীচের কোনটি ডেলরস্ রিপোর্টের চারটি স্তম্ভের অন্তর্ভুক্ত নয় 

Ans- সু-স্বাস্থ্যের জন্য শিখন 

34. কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচি গৃহীত হয়েছিল 

Ans- জমতিয়েন,থাইল্যান্ড 

35. ডেলরস্ কমিশনের প্রতিবেদনটির নাম হল 

Ans - শিখন : একটি অন্তর্নিহিত সম্পদ

36. RTE Act কার্যকরী হয় 

Ans - 2010 সালে 

37. ইতিবাচক মনোবিজ্ঞানের জনক হলেন

Ans - মার্টিন সেলিগম্যান

38. সেলিগম্যানের PERMA মডেলের A কথাটির অর্থ হলো

Ans - Accomplishment .

39. নীচের কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য?

Ans - আশা 

40. নীচের কোন্ বিষয়টি Well-being এর উপাদান নয় 

Ans - ক্রমাগত ভয় ও উদ্বেগ

Post a Comment for " H.S Education Final Exam Question - Answer Semester - III - 2026 Question Set - Yellow "