আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিদ্যার প্রভাব The impact of positive psychology in modern education

 আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিদ্যার প্রভাব 

The impact of positive psychology in modern education



ক. শিক্ষার্থীর মানসিক সুস্থতাকে বাড়িয়ে তুলে ।

 খ. স্থিতিস্থাপকতাকে বাড়িয়ে তোলে ।

গ. শিক্ষার্থীদের প্রেষণা ও মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে। 

ঘ. শিক্ষার্থীদের যে কোনো সমস্যার মোকাবিলায় সাহায্য করে 

ঙ. উন্মুক্ত মানসিক বিকাশে সাহায্য করে ।

চ. ইতিহাস মনোভাব গঠন করে ।

ছ. শিক্ষার জন্য আদর্শ পরিবেশ তৈরি করে ।

জ. শিক্ষার্থীদের বিষণ্নতা ও উদ্বেগ প্রভৃতি কারণগুলিকে হ্রাস করে ।

ঝ. আত্মশক্তির বিকাশে সাহায্য করে ।

ঞ. ইতিবাচক কাজের উপরে তাদের আগ্রহ বৃদ্ধি করে ।

ট. মানসিক স্বাস্থ্য কে সুদৃঢ় করে।

Post a Comment for "আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিদ্যার প্রভাব The impact of positive psychology in modern education"