ইতিবাচক মনোবিজ্ঞানের প্রশ্ন - উত্তর Positive Psychology Questions - Answers

 ইতিবাচক মনোবিজ্ঞানের প্রশ্ন - উত্তর

 Positive Psychology Questions - Answers



1. মনোবিজ্ঞানের নতুন শাখা ইতিবাচক মনোবিজ্ঞানের উদ্ভব ঘটে কোন সময় ।
উত্তর - বিংশ শতাব্দীর শেষ দিকে
2. ইতিবাচক মনোবিজ্ঞান কোন কাজের উপর জোর দেয় 
উত্তর - গবেষণা এবং প্রয়োগমূলক কাজের উপর ।
3. ইতিবাচক মনোবিজ্ঞান শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
উত্তর - আমেরিকার মানোবিদ আব্রাহাম মাসলো ।
4. আব্রাহাম মাসলো ইতিবাচক মনোবিজ্ঞান শব্দটি কত সালে ব্যবহার করেন?
উত্তর - 1954 সালে
5. মনোবিদ মাসলো তার কোন পুস্তকে ইতিবাচক মনোবিজ্ঞান শব্দটি প্রথম ব্যবহার করেন ।
উত্তর - Motivation and personalty( প্রেষণা ও ব্যক্তিত্ব )
6. আব্রাহাম মাসলোর লেখা অন্যান্য পুস্তকের নাম লেখো।                                                              সাইকোলজি অফ বিয়িং (1962)

7. ইতিবাচক মনোবিজ্ঞানের ধারণা প্রথম প্রদান করেন কে ?
উত্তর - শিক্ষাবিদ মার্টিন ইলিয়াস পিটার সেলিগম্যান (Martin Elias Peter Seligman)
8. ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয় ।   উত্তর - শিক্ষাবিদ বা মনোবিদ মার্টিন ইলিয়াস পিটার সেলিগম্যান ।
9. কত খ্রিস্টাব্দে মার্টিন সেলিগম্যান ইতিবাচক মনোবিজ্ঞানের ধারণা দেন ।
উত্তর - 1998 খ্রিস্টাব্দে

👉ইতিবাচক মনোবিজ্ঞান সম্পর্কে প্রথম সামিট অনুষ্ঠিত হয় Nebraska রাজধানীর Lincoln এ 1999 খ্রিস্টাব্দে। সেপ্টেম্বর মাসের 9-12 তারিখ পর্যন্ত।

👉ইতিবাচক মনোবিজ্ঞানের উপরে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় 2002 খ্রিস্টাব্দে

👉মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয় ইতিবাচক মনোবিজ্ঞানের উপরে প্রথম মাস্টার্স প্রোগ্রাম চালু হয় 2005 সালে
👉ইতিবাচক মনোবিজ্ঞানের উপরে আলোচনার জন্য First World Congress অনুষ্ঠিত হয় ফিলাডেলফিয়াতে 2009 খ্রিস্টাব্দে 18-21 জুন এই সময়সীমার মধ্যে

10. বর্তমানে ইতিবাচক মনোবিজ্ঞানের উপরে সর্বাধিক উন্নতি লাভ করেছে কোন দেশগুলি।
উত্তর - মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ,পশ্চিম ইউরোপ ,অস্ট্রেলিয়া।


Post a Comment for "ইতিবাচক মনোবিজ্ঞানের প্রশ্ন - উত্তর Positive Psychology Questions - Answers"